মিলিটাও রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার খুব একটা সুযোগই পাচ্ছিলেন না। রামোস বা ভারানের মধ্যে যদি একজন ইনজুরি বা কোন কারণে না খেলে তাহলে সেখানে তৃতীয় সেন্টারব্যাক হিসেবে খেলেন নাচো। মিলিটাওকে তাই অপেক্ষা করতে হয় অন্তত দুজন ডিফেন্ডারের ইনজুরি পর্যন্ত।
লিভারপুলের বিপক্ষে ম্যাচে সেই পরিস্থিতিই তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের। রামোস ইনজুরি এবং ভারানে করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিল ম্যাচ থেকে। তাই সুযোগ আসে মিলিটাওর সামনে।
রিয়ালের দ্বিতীয় পছন্দের এই সেন্টারব্যাক জুটি লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে। সাদিও মানে যতবারই ভাসকেজকে বিভ্রান্ত করে জায়গা তৈরি করার চেষ্টা করেছে ততবারই মিলিটাও এসে কভার করেছে।
Posted ৫:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin