ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষককের ভুলে প্রথমে পিছিয়ে থেকেও মার্কোস রাশফোর্ডের জোড়া গোলে জয় তুলে নেয় ঐতিহ্যবাহীরা। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এলো ওলে গানার সোলশায়ার শিষ্যরা।
ঐতিহ্যবাহীদের দুরাবস্থা। লাইপজিগের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর, ম্যানচেস্টার ডার্বিতেও পয়েন্ট হারিয়েছে সিটির বিপক্ষে। শেফিল্ডের বিপক্ষে জিতলেই, পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড। সেজন্য শেফিল্ড ইউনাইটেডের মাঠে একটা জয়ের খোঁজে পল-পগবা, মার্কোস রাশফোর্ডরা।
ব্রামাল লেনে দর্শক নড়ে চড়ে বসার আগেই রেড ডেভিল গোলপোস্ট রক্ষক ডিন হেন্ডারসনের ভুল। ডেভিড ডি হেয়ার স্থলাভিষিক্ত হয়ে কাজে লাগাতে পারলেন না। ৫ মিনিটেই শেফিল্ডের আইরিশ ফরোয়ার্ড ম্যাকগোল্ডরিকের কাছে পরাস্থ হন।
অবশ্য গোল হজমে আক্ষেপ বাড়তে দেননি রাশফোর্ড। ২৬ মিনিটে চমৎকার এক গোলে সমতা টানেন এই তরুণ ইংলিশ ফরোয়ার্ড।
৭ মিনিট পরই দলকে এগিয়ে নেন মার্সিয়াল। পল পগবার ক্রস থেকে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরাসি। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান রাশফোর্ড। ব্যাবধান ৩-১ করেন।
গেলো ২৮ বছর শেফিল্ডের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি রেড ডেভিলরা। তবে ম্যাচ শেষে ৩ মিনিট আগে শেফিল্ডের ম্যাকগোল্ডরিক নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে কোনো অঘটন ঘটাতে পারেনি। টানা ১৩ ম্যাচ হার শেফিল্ড ইউনাইটেডের। ১২ ম্যাচে সাত জয় নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ওলে গানার সোলশায়ার শিষ্যরা।
Posted ২:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin