রিজভীকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসক টিম তার সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষা করেছেন। তারা জানিয়েছেন রিজভীর শারীরিক অবস্থা মঙ্গলবারের চেয়ে উন্নতির দিকে। তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন।
ডা. জাহিদ আশা প্রকাশ করছেন খুব দ্রুতই তিনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন।
মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় রুহুল কবির রিজভীকে। সেখানে তাকে কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে অধ্যাপক সোহরাফ-উজ জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin