বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষর জাল করে ফয়েজ আহমদ লিটন নামে জনৈক ব্যক্তি নিজেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন এমন প্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি রুহুল কবির রিজভীর দৃষ্টিগোচর হওয়ায় প্রতিবাদ জানিয়ে তিনি বিবৃতি দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবাদপত্রে রিজভী জানান, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার স্বাক্ষর জাল করে জনৈক আলহাজ ফয়েজ আহমেদ লিটন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছে বলে একটি মিথ্যা, বানোয়াট ও সম্পূর্ণরূপে জালিয়াতমূলক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে আলহাজ ফয়েজ আহমেদ লিটন একজন প্রতারক। সে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি প্রকাশ করেছে-এ বিষয়ে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
Posted ২:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin