বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মগবাজারে নিজ কর্মস্থল দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রুহুল আমিন গাজী দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেঁজগাও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুহুল আমিন গাজীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিজ কর্মস্থল দৈনিক সংগ্রামের কার্যালয় থেকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে রুহুল আমিন গাজকে। তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের হওয়া একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকার কথা জানিয়েছে পুলিশ। যদিও রুহুল আমিন গাজী দাবি করেছেন, তিনি ওই মামলায় স্থায়ী জামিনে আছেন।
Posted ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin