ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ১০ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার সকাল ১০টায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনের ইউএফসি-৬ এলাকায় ইউকেএস ভবনের কাজ করার সময় দেয়াল তৈরির জন্য বাঁধা রড হেলে পড়লে শ্রমিকরা আহত হন। ৪০ ফিট উচ্চতা সম্পন্ন এই দেয়াল নির্মাণের জন্য ২৮ মিলি রড বাঁধা ছিল। ওখানে কাজ করার সময়ই রড হেলে পড়ে। আহতদের দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মামুন (৩০) ও অপর এক শ্রমিককে রাজশাহী পাঠানো হয়েছে। আহত অন্য শ্রমিকরা হলেন লিটন হোসেন (৪০), জাহিদুল (৩৮). জিল্লুর হোসেন (৩৮), আসাদুজ্জামান পলাশ (৩২), আব্দুর রহমান (২৪), কিরণ প্রামাণিক (৩৯), আবু সাঈদ (৪৫), মেহেদী হাসান (২০) ও জুয়েল বিশ্বাস (৩২)।
এদিকে শ্রমিক আহতের ঘটনায় নিকিমথ কোম্পানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত ওই ব্লকের সব শ্রমিকদের ছুটি দিয়ে বাড়িতে চলে যেতে নির্দেশ দিয়েছে বলে জানায় শ্রমিকরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনা আমি জেনেছি, তবে এটা আমার দায়িত্বের বাইরে।
Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin