দেশের শীর্ষ স্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার কর্ণধার সেলিম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম খানের ছোট ভাই এবং সংগীতার সিইও রবিন ইমরান। তিনি বলেন, ‘সেলিম ভাই লাইফ সাপোর্টে আছেন, সারা দেশের মানুষের কাছে তার জন্য দোয়া চাই।’
রবিন আরও বলেন, ‘আমরা ইউনাইটেড হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সুযোগও পেলাম না। তার শরীরের অবস্থা ভালো না তাই ইম্পালস হাসপাতালেই আজ দুপুরে লাইফ সাপোর্টে নেওয়া হলো।’
উল্লেখ্য, অডিও জগতে সেলিম খান ও সংগীতা পরিচিত নাম। দেশের সংগীতে কয়েক যুগ ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে এই প্রতিষ্ঠান। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। অডিও ভিডিও প্রযোজনা করে সংগীত এগিয়ে নিতে সেলিম খানের রয়েছে ব্যাপক অবদান।
Posted ৩:১১ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin