তার সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন। বোলিং কিংবা ব্যাটিং নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে দারুণ কার্যকরী এক খেলোয়াড় ছিলেন ক্রিস কোয়ার্নস। খেলা ছাড়ার পর ক্রিকেটে আর সেভাবে দেখা যায়নি কিউই অলরাউন্ডারকে। ভারতের বিদ্রোহী লিগ আইসিএলে খেলেছিলেন কিছুদিন। কিন্তু তার পরই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসে তার ওপর। কিছুদিন আদালতে দৌড়াদৌড়িও করতে দেখা গিয়েছিল তাকে। মাঝে খবর এসেছিল, প্রচ আর্থিক অনটনের কারণে ট্রাক চালানোর চাকরি নিয়েছিলেন। সেই ক্রিস কোয়ার্নস ফের খবরের শিরোনামে। হার্টের সমস্যা নিয়ে এ মুহূর্তে অস্ট্রেলিয়ার এক হাসপাতালে লাইফ
সাপোর্টে রয়েছেন তিনি।
নিউজিল্যান্ড হেরাল্ডের খবর অনুযায়ী, গত সপ্তাহে বুকে ব্যথা নিয়ে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় একটি হাসপাতালে ভর্তি হন কোয়ার্নস। সেখানে কয়েক দফা অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। হার্টের প্রধান আর্টারিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে তার। নিউজহাবের খবর অনুযায়ী, তাকে ক্যানবেরা থেকে সিডনিতে আনার চেষ্টা করা হচ্ছে। ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি২০ খেলেছেন তিনি।
Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin