সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের সহায়তাকারীদের জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সৌদির সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক এ পুরস্কার ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আব্দুল আজিজ মাসুক জানান, সাময়িক বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার মাধ্যমে শান্তিপ্রিয় মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছে।
দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ব্যাপারে যে বা যারা সাহসী ভূমিকা পালন করেন তারা আমাদের গৌরব। তিনি এসআই (বরখাস্ত) আকবরকে গ্রেপ্তার করতে সাহসী ভূমিকা রাখার জন্য স্থানীয় নাগরিক ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের এ পুরস্কার দেওয়া হবে।
রায়হান আহমদ হত্যায় জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin