বরিশালে পাঁচ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশালের কোতোয়ালি মডেল থানার চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ অপু মিয়া ও তার স্ত্রী বর্ষা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে গোয়ন্দা পুলিশের উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, অপু মিয়া ও বর্ষা আক্তার পাঁচ কেজি গাঁজা লাগেজে করে কুমিল্লা থেকে ঢাকা হয়ে লঞ্চে বরিশাল আসেন। এখানকার বাংলাবাজার এলাকার আরমান শেখের কাছে গাঁজা বিক্রি করতে তারা চরকাউয়া খেয়াঘাট এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে লাগেজ তল্লাশি করে গাঁজা জব্দ করা হয় এবং ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃত দুইজন এবং আরমান শেখকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আরমান শেখকে গ্রেফতারে অভিযান চলছে।
Posted ২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin