জন্মশহর রোজারিওর বাইরে কেবল একটি শহরই তার চেনা- বার্সেলোনা। ‘পুনর্জন্ম’ পাওয়া স্পেনের এই শহরে তার বড় হওয়া, সংসার করা, আর তিন সন্তানের প্রথম চোখ মেলে তাকানো। পরিকল্পনা ছিল পেশাদার ক্যারিয়ারের পুরোটা বার্সায় কাটিয়ে দিয়ে শেষবেলায় খেলার জন্য আর্জেন্টিনায় নিজ শহরে ফিরে যাবেন। কিন্তু নামের সঙ্গে সমার্থক হয়ে যাওয়া ‘বার্সেলোনা’ তাকে ছেড়ে দিতে হয়েছে। তবে প্রতিটি সীমানার শেষ প্রান্তের সঙ্গে যেমন আরেকটি সীমানার শুরু থাকে, তেমনি মেসির বার্সা-বিয়োগের সঙ্গে জোড়া লেগেছে পিএসজি-সংযোগের। প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে গতকাল বিকেলে ফরাসি রাজধানীতে পা রেখেছেন লিওনেল মেসি। আজ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তিনি হয়ে যাবেন পিএসজি ফুটবলার।
মেসির পিএসজিতে যোগদানের খবর অবশ্য বিশেষ কোনো চমক নয়। বৃহস্পতিবার বার্সেলোনার পক্ষ থেকে ‘নতুন চুক্তি হচ্ছে না’ জানানোর পরপরই দৃশ্যপটে আসে লিগ ওয়ানের ক্লাবটি। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইনকে পিএসজি নিতে চেয়েছিল আরও আগেই। কিন্তু বার্সায় থাকতে চান বলে ‘না’ বলেছেন তখন। এ বেলায় বার্সেলোনাই যখন তার সঙ্গে চুক্তিকে অসম্ভব বলে সরে দাঁড়াল, ডাক পেতেই তাই দ্বিধা করেননি মেসি। তবে চুক্তিতে শুধু খেলার সম্মতিই থাকে না, বেতন-ভাতা, কর, স্বত্বসহ আরও অনেক বিষয়ও জড়িত থাকে। আর বিস্তারিত আলোচনার মাধ্যমে সেসব চূড়ান্ত করতেই কেটে গেছে কয়েকদিন। রোববার ন্যু ক্যাম্পে মেসি তার বিদায়ী সংবাদ সম্মেলন করার পর থেকেই তাকে প্যারিসে দেখার অপেক্ষা করছিলেন পিএসজি সমর্থকরা। তাদের অনেকেই সোমবার সকালে গিয়ে হাজির হন প্যারিসের লা বোরগেত বিমানবন্দরে। তবে সেদিন মেসি বার্সেলোনার বাসা থেকে বেরই হননি। বের হলেন গতকাল বিকেলে। তার বাসা থেকে বের হওয়া, বিমানবন্দরে যাওয়া এবং প্যারিসে অবতরণ করা পর্যন্ত প্রতিটি ক্ষণই বিশ্ব মিডিয়া ও সামাজিক মাধ্যমে ‘ট্রেন্ডিং’ অবস্থায় ছিল। মেসি বা পিএসজি থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না দেওয়া হলেও সবারই জানা ছিল, কী ঘটতে যাচ্ছে। এর মধ্যে বার্সেলোনা বিমানবন্দরে মেসির বাবা হোর্হে মেসিকে জিজ্ঞেস করা হলে তিনি স্বীকার করেন যে, পিএসজিতেই স্বাক্ষর করতে যাচ্ছে লিও। প্রাইভেট জেটে বার্সেলোনা থেকে প্যারিসে যাওয়ার পথে মেসির সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জে এবং তিন ছেলে। উড্ডয়ন অবস্থায় থাকার সময় রোকুজ্জে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘আমরা পাঁচজন একসঙ্গে নতুন রোমাঞ্চের পথে।’ স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মেসির প্রাইভেট জেট প্যারিসের লা বোরগেত বিমানবন্দরে পৌঁছায়। এরপর স্থানীয় আমেরিকান হসপিটালে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করান মেসি। আজ পিএসজির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পিএসজির আনুষ্ঠানিক বিবৃতির আগেই অবশ্য চুক্তিতে সমঝোতার খবর ও আর্থিক অঙ্কের পরিমাণ প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে দুই বছরের চুক্তি করছে পিএসজি, যেখানে থাকছে তৃতীয় বছরের সুযোগও। প্রতিবছর ৩৫ মিলিয়ন ইউরো বা ৪১ মিলিয়ন মার্কিন ডলার বেতন পাবেন তিনি। আজ মিডিয়ার সামনে খেলোয়াড় হিসেবে নিশ্চিত করার পর শনিবার মেসিকে দর্শকদের সামনে উপস্থাপন করবে পিএসজি। ওই দিন লিগ ওয়ানে স্ট্রসবার্গের বিপক্ষে পিএসজির খেলা আছে, ম্যাচটি হবে ৪৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন পার্ক দ্য প্রিন্সেসে। করোনার আবির্ভাবের পর এবারই প্রথম স্টেডিয়ামটিতে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
মেসির ‘লাভ ইন প্যারিস’ও শুরু হয়ে যাবে সেদিনই।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin