লা লিগায় কাঙ্ক্ষিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুর্বল গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদিস্তানরা।
রিয়াল মাদ্রিদ নামটার সাথে বর্তমান পারফরম্যান্স এখন অচেনাই লাগে। যদিও টানা দ্বিতীয় জয় আর টেবিলে দ্বিতীয় স্থান দখলের লড়াইটা বেশ স্বস্ত্বিতেই পাড়ি দিয়েছে দল। আর পারবেই বা না কেনো। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ যে দুর্বল গেতাফে।
আলফ্রেডো ডি স্টেফানোতে ম্যাচের শুরু থেকে বেশ সতর্ক জিনেদিন জিদান শিষ্যরা। সেরা একাদশটাই মাঠে নামান ফ্রেঞ্চ গুরু। কারণ প্রতিদ্বন্দ্বি বার্সেলোনাকে পেছনে ফেলার সুযোগ এই ম্যাচটায়।
কিন্তু ভিনিসিয়াস, অ্যাসেনসিও, বেনজেমাদের নিয়ে গড়া আক্রমণভাগটা কাজে আসছিল না। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ছিল ঠিকই কিন্তু সফলতার দেখা পায়নি। ফলে সমতায় বিরতিতে যায় দু’দল।
ডেড লকটা ভাঙ্গতে ৬০ মিনিট অপেক্ষা করতে হয়েছে মাদ্রিদিস্তানদের। স্পট লাইটে করিম বেঞ্জেমা। দারুণ বোঝাপড়ায় বলটা বানিয়ে দেয়ার কাজটা করেন মাদ্রিদের ব্রাজিলিয়ান সেনসেশন ভিনিসিয়াস জুনিয়র। ১-০ গোলের লিড নেয় স্বাগতিক ক্লাবটি।
লিড দ্বিগুণ করতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। মার্সেলোর বানানো বল থেকে গেতাফের জাল কাঁপান মেন্ডি। অনেকটা নিশ্চিত হয় রিয়ালে ৩ পয়েন্ট। এরপর অবশ্য আরো বেশ কয়েকটি আক্রমণ করেছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু ফলপ্রসূ হয়নি। ফলে ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ কম খেলে টেবিলের ৩ নম্বরে লিওনেল মেসির বার্সেলোনা।
Posted ২:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin