বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেওয়ানডোস্কিকে নিয়ে দলবদলের গুঞ্জন আগে থেকেই ছিল, এবার সেটিই যেন সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম গোলডটকমের বরাতে জানা গেছে, ক্লাবের সঙ্গে আর চুক্তি নবায়ন করছেন না লেভা। তার মানে জার্মান জায়ান্ট ক্লাবটির হয়ে আগামী মৌসুমে হয়তো খেলতে দেখা যাবে না তাকে।
ক্লাবের সঙ্গে লেওয়ানডোস্কির চুক্তি শেষ হবে ২০২৩-এর ৩০ জুন। তবে তার আগেই ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে। গত কয়েকদিনে সংবাদ মাধ্যমগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, বার্সেলোনাতেই থিতু হতে যাচ্ছেন লেওয়ানডোস্কি। যদিও লা লিগার ক্লাবটির সঙ্গে এখনো কোনো প্রকার চুক্তি হয়নি।
অথচ আজ থেকে ঠিক এক মাস আগেও বায়ার্ন মিউনিখ আশাবাদী ছিল যে, তারা লেওয়ানডোস্কির সঙ্গে নতুন চুক্তিতে যেতে পারবে। তখন বায়ার্নের সিইও ওলিভার বলেছিলেন, অবশ্যই লেভার সঙ্গে আরেকটি মৌসুম কাটাতে যাচ্ছি আমরা।
২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর ফ্রিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেওয়ানডোস্কি। এর প্রতিদানও দিয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতবার লিগ শিরোপা। হয়েছেন দুবার উয়েফা বর্ষসেরা স্ট্রাইকার। বলতে গেলে বায়ার্নে সবই জিতে নিয়েছেন তিনি। চলতি মৌসুমেও উড়ছেন লেভা।
এদিকে বার্সেলোনার প্রতি লেওয়ানডোস্কির আগ্রহ আছে এটা শুনে এরই মধ্যে তাকে প্রস্তাবও জানিয়েছে ক্লাবটি। স্পোর্টসের এক প্রতিবেদন মতে, বার্সা পোলিশ এই স্ট্রাইকারকে চার বছরের জন্য চুক্তি করতে প্রস্তাব দেবে। বার্সেলোনার মালিক হুয়ান লাপোর্তা বিশ্বাস করেন, ‘এই বয়সেও সে শীর্ষস্তরে পারফর্ম করতে পারে।’
এদিকে লাপোর্তার সঙ্গে লেওয়ানডোস্কির এজেন্ট পিনি জাহিভির সম্পর্ক অনেক ভালো। ফলে যদি লেওয়ানডোস্কিকে লাপোর্তা দলে আনতে চান, তবে তার এজেন্টের সঙ্গে কথা এগোলেই হবে।
সুয়ারেজ দল ছাড়ার পর থেকেই বার্সেলোনা তাদের সলিড নাম্বার নাইন পজিশনে খেলতে পারে–এমন খেলোয়াড় খুঁজছে। আগুয়েরো দলে এলেও হৃদ্রোগের সমস্যার কারণে ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে অবামিয়াং দলের মূল নাম্বার নাইনে খেললেও বার্সার চোখ আরও বড় খেলোয়াড়ের দিকে।
যদি বার্সেলোনা এমবাপ্পেকে দলে নিতে ব্যর্থ হয়, তবে লেওয়ানডোস্কিকে অবশ্যই দলে নিতে দেরি করবেন না লাপোর্তা।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
dailymatrivumi.com | Mohammad Salahuddin