বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের আলীকদমে লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলো- আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারীপাড়া এলাকার মাহমুদ উল্লাহর সাত বছর বয়সী মেয়ে মারুফা ও চার বছরের মেয়ে মাহফুজা।
স্থানীয়রা জানায়, কার্বারীপাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে পাহাড়ি মৎস্য চাষের লেকের পানিতে পড়ে ডুবে যায় মারুফা ও মাহফুজা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি স্বজনরা।
ইউপি সদস্য মাহবুব আলম বলেন, শুক্রবার সন্ধ্যার আগে লেকের পাড়ে আম গাছের নিচে খেলা করছিল দুই বোন। খেলতে খেলতে পানিতে পড়ে নিখোঁজ হয় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার রাত দেড়টার দিকে একজনের লাশ পাওয়া যায়। শনিবার সকালে আরেক বোনের লাশ উদ্ধার করা হয়।
আলীকদম থানার এসআই এনামুল হক জানান, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Posted ৬:২১ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ মে ২০২২
dailymatrivumi.com | Mohammad Salahuddin