লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আমিন জাহিদ নামে ওই শ্রমিককে অজ্ঞান ও আহত অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়। খবর আরব নিউজের।
উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগরে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
একটি ছবিতে দেখা যায়, তাকে সাগর থেকে উদ্ধার করার পর ছোট একটি উদ্ধারকারী নৌকায় তোলা হয়।
আমিন জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন জাহিদ) খুঁজে পাননি। বর্তমানে তার অবস্থা কী তা জানতে না পারায় তারা উদ্বিগ্ন রয়েছেন।
গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন জাহিদের পরিচয় মিলেছে।
বৈরুত বন্দরে অ্যামেনিয়া নাইট্রেট বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৭ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। এখনও উদ্ধার অভিযান চলছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin