নিজস্ব প্রতিবেদক
বিএনপির হাইকমান্ড শত চেষ্টা করেও ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পক্ষে কর্মীদের মাঠে নামাতে পারেনি। বিএনপির হাইকমান্ড নির্বাচনি গণসংযোগে কর্মীদের মাঠে নামানোর জন্য একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কেন্দ্রীয় নেতারা ঢাকা-৫ আসনের ডেমরা-যাত্রাবাড়ী গিয়ে মিটিং করলেও তাতে সাড়া দেয়নি স্থানীয় কর্মীরা।
কিন্তু কেন এমন হলো বিষয়টি উদঘাটন করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে অংশ নেয়া সালাহউদ্দিন আহমেদকে ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থী করায় ক্ষোভের থেকে এমনটি হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে অংশ নেয়া সালাহউদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা মাঠে নামারও সাহস পাননি। নির্বাচনের দিন সকাল বেলায় মার খেয়ে মাঠ ছাড়েন তিনি। ভোট পান ২০ হাজারেরও কম। এছাড়া প্রায় এক যুগ সালাহউদ্দিন আহমেদের বিচরণ ঘটেনি অত্র ঢাকা-৫ এলাকায়। ২০০৮ এর নির্বাচনে পরাজয়ের পর অনেকটাই আড়ালে চলে যান এই নেতা। এরপর দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আর একাদশে অংশ নিলেও সালাহউদ্দিন আহমেদ মনোনয়ন পান ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এলাকায়। অর্থাৎ সব মিলিয়ে প্রায় এক যুগ ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী) এ দেখা মিলেনি সালাহউদ্দিন আহমেদের।
রাজনীতির মাঠে সালাহউদ্দিন আহমেদ ‘দৌড় সালাহউদ্দিন’ নামে পরিচিত। ২০০৩ সালে পানি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে সালাহউদ্দিনের নির্বাচনী এলাকার মানুষ রাস্তায় নেমে আসে। ক্ষোভে ফুঁসে ওঠা মানুষকে বিক্ষোভ বন্ধের হুমকি দিলে তখনকার এমপি সালাহউদ্দিনকে ধাওয়া দেয় জনতা। তিনি দৌড়ে এলাকা ছাড়েন- এমন ছবি পত্রিকায় প্রকাশিত হলে ‘দৌড় সালাহউদ্দিন’ নাম মানুষের মুখে মুখে ছড়ায়।
ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে এমন একজন ব্যর্থ লোককে মনোনয়ন দেয়ায় হতাশ ও ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। আর এ ক্ষোভ থেকেই তারা নির্বাচনি কার্যক্রম থেকে দূরে রয়েছেন।
Posted ৯:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin