শরীয়তপুর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শরীয়তপুরে নিয়োগ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে।
আর চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজকে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এদিকে আলাদা প্রজ্ঞাপনে শরিয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহেরকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। আর চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ. জেড. এম নুরুল হককে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin