মারিয়া শারাপোভা। সাবেক রাশিয়ান টেনিস তারকা। টেনিস কোর্টে যার খ্যাতি বিশ্বজোড়া। ক্যারিয়ারজুড়ে অর্জনের খাতাটা বেশ সমৃদ্ধ টেনিসের এই গ্ল্যামার গার্লের। আছে নানান বিতর্কও।
তবে সবকিছু ছাপিয়ে এবার নতুন করে আলোচনা এসেছেন রাশিয়ান এই টেনিস তারকা। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন রুশ এই তারকা। সম্প্রতি সম্পন্ন হয়ে গেলে শারাপোভার বাগদান। অ্যালেক্সান্ডার গিলকসের সঙ্গে হয়ে গেল শারাপোভার বাগদান। নিজের ইনস্টাগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী শারাপোভা। তার বাগদত্তা ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী এবং ফ্যাশন ডিজাইনার। তবে তার আরও একটি পরিচয় আছে। তিনি ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামসের বন্ধু।
এর আগেও বহু সম্পর্কে জড়িয়েছেন টেনিস তারকা শারাপোভা। তবে সেগুলোর বিচ্ছেদও ঘটে। তবে এবার গিলকসের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে গিলকসও এর আগে বিয়ে করেছিলেন জনপ্রিয় ডিজাইনার মিশা নোনুকে। সংসার করেছেন বেশ লম্বা সময়। তবে সে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এবার নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই ব্যবসায়ী।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin