সাভারে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) গভীর রাতে বিরুলিয়া রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় লোকজন জানান, সাভারের বিরুলিয়া রোড এলাকায় মন্ডল প্লাজায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে আবাসিক মাদ্রাসা শুরু করেন মাসুম বিল্লাহ। গত ৪ অক্টোবর হিফজ বিভাগের এক শিক্ষার্থীকে ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন মাসুম বিল্লাহ।
এসময় শিক্ষার্থীটি কৌশলে দৌঁড়ে সেখান থেকে পালিয়ে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে। আটক অধ্যক্ষ সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
Posted ৭:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin