নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল এখনো বন্ধ রয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পর আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চালু হয়নি ফেরি চলাচল।
এর আগে গতকাল সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে সকাল থেকে পাঁচটি ফেরি চলাচল করছিল। দুপুরে তিনটি ছোট ফেরি নাব্যতা সংকটের কবলে পড়ে। এরপর থেকেই দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ রাখা হয়। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আটকা পড়ে শতাধিক যানবাহন।
বিআইডাব্লিউটিসি-এর মেরিন কর্মকর্তা আহমেদ আলী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নৌরুটের নাব্যতা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণে পরিস্থিতি অনুকূলে মনে হলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin