১২ বছরের এক শিশু’র নেতৃত্বে চট্টগ্রামে চলছে সাইকেল চুরি। মাত্র ১ থেকে ২ মিনিটেই তালা কেটে সাইকেল চুরি করতে পারে সে। বয়স কম হওয়ায় সন্দেহের বাইরে থাকে আর নানা অজুহাতে সহজেই চুরি করা সাইকেল বিক্রি করত সে। অভিযুক্ত শিশুকে গ্রেফতারের পর বের হয়ে এসেছে সাইকেল চুরির নানা তথ্য।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিশু তার কোমরে লুকানো কাটার বের করে সিঁড়ি ঘরের নিচে রাখা সাইকেলের শিকল কাটছে। আর মুহূর্তের মধ্যেই সাইকেল নিয়ে হাওয়া। এভাবে গত দুই মাসে নগরীর বিভিন্ন স্থান থেকে অন্তত ১২টি সাইকেল চুরি করে ১২ বছর বয়সী এই শিশু।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরীর পাথরঘাটা এলাকার একটি বাসায় সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে শিশুটি। তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আরো ৮ তরুণকে গ্রেফতার করে। মূলত চোরাই সাইকেলের ক্রেতা ছিলো এসব তরুণ।
সিএমপির কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, কোন কোন বাসার পার্কিংয়ে সাইকেলে আছে, সেটা দেখার জন্যই সে ঘোরা ফেরা করে। এবং এক পর্যায়ে তালা কেটে সাইকেল নিয়ে পালিয়ে যায়। আমরা চেষ্টা করছি, তাকে কীভাবে এই পথ থেকে ফিরিয়ে সংশোধনের ব্যবস্থা করা যায়।
আটক করা ৮ তরুণের মধ্যে মঞ্জুর নামে একজন ছিলো ওই চক্রের মূল হোতা। মঞ্জুর চুরি করা সাইকেল কম দামে কিনে বেশি দামে বিক্রি করতো। আর সাইকেল চোর দলের প্রধান হিসাবে অভিযুক্ত ওই শিশু পঞ্চম শ্রেণির ছাত্র। এর আগেও একবার তাকে সাইকেলে চুরির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।
Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin