‘রানি রাসমণি’ সিরিজে বয়স্ক নারীর গেটআপে দেখা গেলেও মাত্র উচ্চমাধ্যমিক পাস করলেন দিতিপ্রিয়া রায়। অভিনয়ের মতো সেখানেও রেখেছেন মেধার চিহ্ন। গড়ে ৮২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি! আর ইংরেজিতে ছিল লেটার মার্কস!
উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শুটিং থেকে টানা ছুটি পাননি এই অভিনেত্রী। শুধু আগের দিন পেতেন বিরতি। আবার পরীক্ষা দিয়ে ছুটতেন সেটে।
আনন্দবাজার পত্রিকা জানায়, ফলাফলের খবর অনলাইনে পেতেই সেলিব্রেশন শুরু হয় দিতিপ্রিয়ার। মা আর বোনকে নিয়ে গঙ্গার পাড়ে চলে যান হাওয়া খেতে। এ নিয়ে শুক্রবার বলেন, ‘‘আজ একটু আলাদা হয়ে মা আর দিদির সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিই?’’
শুক্রবার বিকেলে অনলাইনে প্রকাশ হয় হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট। এ নিয়ে দিতিপ্রিয়ার মা সুদীপ্তা রায় বলেন, ‘‘খুব টেনশন ছিল। এত ভালো করবে ভাবিনি। তবে টেনশন দেখাইনি ওকে। ওর কাছে মা-ই সব। আমি ভাঙলে ও ভেঙে পড়বে। কিন্তু ভোর পাঁচটায় উঠে পাবদা আর চিংড়ি মাছ রেঁধে রেখেছিলাম।’’
ফলাফলের দিনও শুটিংয়ে ব্যস্ত ছিলেন দিতিপ্রিয়া। তার মা বলেন, ‘‘সকাল ৮টায় শুটিংয়ে যায়। সাড়ে ১২ টার সময় নিজের চাপে শুটিং স্পট থেকে বেরিয়ে এসেছে দিতিপ্রিয়া। টেনশনে আমার ততক্ষণে হাত-পা কাঁপছে। বিকেলে অনলাইনে রেজাল্ট পেয়ে খুশিতে ফেটে পড়ে মেয়ে!’’
কোন বিষয়ে সেরা রানিমা? মায়ের উত্তর, ‘‘ইংরেজিতে লেটার মার্কস পেয়েছে। মাধ্যমিকেও ইংরেজিতে লেটার মার্কস পেয়েছিল।’’
আপাতত ইংরেজি ও সোশিওলজির যে কোনো একটি বিষয়ে উচ্চ শিক্ষার কথা ভাবছেন দিতিপ্রিয়া।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin