জানুয়ারি থেকেই শুরু হচ্ছে বাফুফের জিম তৈরির কাজ। ক্লাব ও জাতীয় দলের কথা চিন্তা করে নির্ধারণ করা হয়েছে বাফুফের বার্ষিক ক্যালেন্ডার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান সভাপতি কাজী সালাউদ্দিন।
চূড়ান্ত অনুমোদন মিলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জিম তৈরির। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জিম নির্মাণের কাজ শুরু হবে জানুয়ারি থেকে।
এদিন কার্যনির্বাহী কমিটির সভায় উঠে আসে আরও বেশ কিছু সিদ্ধান্ত। তবে, সব কিছু ছাপিয়ে দেশের ফুটবলের বার্ষিক ক্যালেন্ডার তৈরিতে বেশি হিমশিম খেতে হয়েছে কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। জাতীয় দলের পারফরম্যান্স এবং একই সাথে ক্লাবগুলোর ওপর যেনো কোন প্রভাব না পড়ে সেই দিকে লক্ষ্য রেখেই করা হয়েছে ক্যালেন্ডার।
জাতীয় দলের কোচ নিয়ে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমে চলছে গুঞ্জন। কোচ থাকবেন কি থাকবেন না তা নিয়ে নানা প্রশ্ন। আর এমন প্রশ্নের জবাবে বাফুফে বস জানালেন, ভিডিও কিংবা জুমে নয়। তিনি মনে করেন, খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে মাঠে বসে খেলা দেখা উচিৎ কোচদের।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ভিডিও বা জুমে দেখা এবং সামনা সামনি দেখার মধ্যে অনেক পার্থক্য। ভিডিওতে দেখে খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। তাই আমি মনে করি কোচদের মাঠে এসে পারফরম্যান্স দেখা উচিৎ’
এদিকে, নারী ফুটবলারদের র্যাঙ্কিং এ ফেরাতে বাফুফের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে বাফুফে সভাপতি জানান, আগামী ফিফা উইন্ডোতেই ব্যবস্থা করা হবে নারীদের আন্তর্জাতিক ম্যাচের।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘ফিফা ফ্রেন্ডলি খেলতে যে ফান্ডটা লাগে, ওই ফান্ডটা আমাদের কাছে নাই। একদিকে করোনা অন্যদিকে ফান্ড ঘাটতি। যার কারণে তারা খেলতে পারে নাই। কিন্তু আশা করছি এই টার্মে আমরা ফিফা উইন্ডোতে খেলতে পারব।’
এএফসির দেয়া শর্ত মোতাবেক দেশের ফুটবলের মোট ৪টি ক্লাবের পূর্ণ লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে। আগামী মৌসুমের আগে বাকি ক্লাবগুলো তাদের শর্ত পূরণ করতে না পারলে, অনুমতি পাবেনা খেলার। আর এ নিয়ে কাজী সালাউদ্দিনের কণ্ঠেও ঝরলো ক্ষোভ।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘এটা আসলে একটা দুঃখের বিষয় দুই-তিনটা ক্লাব ছাড়া কারো কোন ক্লাবের লাইসেন্স নাই। আমি মনে করি তাদের খেলার যোগ্যতা নাই।’
Posted ১:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin