মোঃ শিমুল হাওলাদার, বিশেষ প্রতিনিধি
শেষ সময়ের বেচা-কেনায় সরগরম রাজধানীর পশুর হাট। গাবতলী ছাড়া অনেক হাটে নেই কোরবানির পশু। চাহিদা থাকায় ঢাকার আশপাশ থেকে গরু আসছে বলে বিক্রেতারা।
নিজেদের সামর্থ্য অনুযায়ী পশু কিনে বাড়ি ফিরছেন নগরবাসী। তবে হাটগুলোতে পশুর দাম বেশি বলে অসন্তোষ জানান অনেক ক্রেতা। হাটে ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি ভাল হওয়ায় বিপাকে পড়েন বড় গরুর বিক্রেতারা। অবিক্রিত রয়ে গেছে বেশিরভাগ বড় পশু। ঢাকার দুই সিটির ১৯টি হাটে গভীর রাত পর্যন্ত জমজমাট বেচা-কেনার আশা বিক্রেতাদের।
দেশের বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচা-কেনা ভালো। বড় পশুর তুলনায় ছোট ও মাঝারি গরু বিক্রি হচ্ছে বেশি। হাটে অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেরিনারি কর্মকর্তারা।
Posted ২:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুন ২০২৫
dailymatrivumi.com | Shimul Howlader