অত্যন্ত সংকটজনক অবস্থায় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এসেছে এই ছবি।
তবে এই ছবি প্রকাশ্যে আসতেই ভুয়ো খবর রটে যায় সামাজিক মাধ্যমে। ভুয়ো খবরে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যের পর অভিনেতাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং সেখানেই ‘ব্রেন ডেট’ হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
এরপরই সামাজিক মাধ্যমে সৌমিত্র কন্যা পৌলমী বোস জানান, ‘আগের চেয়ে ভাল আছেন বাবা। খানিকটা স্থিতিশীলও। ১ শতাংশ হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সকালে বাইপ্যাপ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে বাবাকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন না চিকিৎসকরা। ’
Posted ৩:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin