দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার উস্কে দিচ্ছে মৌলবাদকে, বিএনপির সাথে মৌলবাদের সম্পর্ক নাই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যত দিন আছে কোন সুষ্ঠু নির্বাচন হবার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।
এসময় পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৭:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin