গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাতের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটেও তুষারপাত অব্যাহত রয়েছে। এদিকে তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকার রাস্তাঘাটও ঢাকা পড়েছে তুষারে।
তুষারের ভারি আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ৩০ বছরের রেকর্ড ভাঙা তুষারপাতে বিপর্যন্ত ভারতের হিমাচল প্রদেশ। শনিবার (০৬ ফেব্রুয়ারি) ৫৭ সেন্টিমিটার পর্যন্ত তুষারের আস্তর জমাট বাঁধে সিমলাসহ আশপাশের অঞ্চলগুলোতে। এতে গুরুত্বপূর্ণ বেশির ভাগ রাস্তাতেই যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু কিছু এলাকাতে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট।
কয়েকজন জানান, এ বছর অনেক তুষার পড়েছে। এমন তুষারপাত আগে দেখেনি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে সিমলায়। এর আগে, ১৯৯১ সালে ৫৪ সেন্টিমিটার তুষার পড়েছিল। এবার সে রেকর্ড ছাড়িয়ে গেছে।
তুষারপাতের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকলেও রেল যোগাযোগে কোনো সমস্যা ছিল না। বরং রেলের যাত্রীরা তুষারপাতের নৈসর্গিত সৌন্দর্য উপভোগ করেছে।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin