সাটুরিয়ায় রাইজিং নিট টেপটাইলস লিমিটেডে ডাকাতি হওয়া মালপত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঢাকার আশপাশের এলাকা থেকে ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহূত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদকর্মীদের এসব তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা।
সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, আসামিরা হলেন- টাঙ্গাইলের গোপালপুরের বাইশকাইল ভুইজাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুল করিম, পাবনার আতাইকুলার গঙ্গারামপুর এলাকার মো. রিয়াজ উদ্দিনের ছেলে মো. রেজাউল, ঢাকার আশুলিয়ার গাজীচট এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. ওবায়দুল হক ও মাগুরার মোহাম্মদপুরের জাঙ্গালিয়া এলাকার মৃত রুস্তম শেখের ছেলে লিটন শেখ।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার আশুলিয়া ও আশপাশের জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিন ও রাতে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়। ডাকাতি হওয়া সুতা ও ডাকাতির কাজে ব্যবহূত একটি কাভার্ড ভ্যানসহ ৩৮ লাখ টাকার মালপত্র উদ্ধার করা হয়। আটকরা ডাকাতির সঙ্গে জড়িতের কথা স্বীকার করেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডাকাতির ঘটনায় কারখানার ডিজিএম মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়ায় মামলা করেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin