নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী সুচিতা নাহিদ সালাম। ‘একটা বছর’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে শিল্পীর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। এটি তার সপ্তম একক মৌলিক গান।
প্রসঙ্গত, “ভুলগুলো সব,” “দোটানা,” “ক্ষণিক,” “মনে তে”, “এই মন পাবেনা” এবং “সময় হারে” শিরোনামে সুচিতার ছয়টি মৌলিক গান ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এছাড়া, গত রোজার ঈদে “সুন্দর বেশি ঠিক” শিরোনামে জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের গায়ক শাহনুর লুমিনের সাথে সুচিতার একটি দ্বৈত গান প্রকাশ পায়।
বর্তমানে বেশকিছু গান নিয়ে কাজ করছেন তিনি এবং শিগগিরই গাংগুলোতে কণ্ঠ দিবেন তিনি। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে এবং এর মধ্যে নিজের লেখা ও সুরে গান থাকবে বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী ।
Posted ৩:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin