দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়ার পারিবারিক বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাহিদা (৬২), রিপন মিয়া (৪২)। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা হয়।
জানা গেছে, জায়গা-জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এতে চাচা তাহিদ ও ভাতিজা রিপন মিয়া গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin