নারায়ণগঞ্জে ২০০১ সালের ১৬ জুন বর্বরোচিত বোমা হামলার ঘটনার সাক্ষী দিচ্ছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। আজ সোমবার দুপুরে দুইটা ১৪ মিনিটে তিনি আদালতে সাক্ষী দিতে প্রবেশ করেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানা শামীম ওসমানের সাক্ষ্য গ্রহণ করে।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে টার্গেট করে বোমা হামলা হয়। ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin