নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট। সেঞ্চুরি ম্যাচে হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আর তার ব্যাটে চড়ে ভারতের মাটিতে দাপট দেখাচ্ছে ইংলিশরা।
চেন্নাইয়ে সিরিজের ১ম টেস্টের ১ম দিনে স্বাগতিকদের বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রানে দিনশেষ করেছে সফররতরা।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৬৩ রানে ১ম উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ররি বার্নস ফিরে যান ৩৩ রান করে।
দলীয় স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই ফিরে যান ড্যান লরেন্সও।
পরপর ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদের মুখে থাকা ইংলিশদের হাল ধরেন অধিনায়ক রুট। সঙ্গ দেন ডম সিবলি। দু’জনে মিলে গড়েন ২০০ রানের জুটি।
দিনের একেবারে শেষ ওভারে আউট হন ডম সিবলি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিনি আউট হয়ে যান ৮৭ রান করে।
তবে ভুল করেননি জো রুট। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগেই। দিনশেষে অপরাজিত আছেন ১২৮ রানে।
নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড আছে বিশ্বের আরো ৯ জন ব্যাটসম্যানের। তবে একটা দিক থেকে অনন্য জো রুট। নিজের ৯৮, ৯৯ এবং ১০০ তম টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান তিনি।
Posted ৪:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin