পারিবারিক কলহের জেরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে এমরান হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সান্তাহার পৌর এলাকার পূর্ব লকুকলোনীর আফির উদ্দীনের ছেলে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার সান্তাহারের পূর্ব লকু কলোনী এমরান হোসেনের সাথে তার স্ত্রীর কথাকাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী শ্বশুর বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফেরাতে না পেরে অভিমানে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।
Posted ২:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin