গাজীপুরের কালিয়াকৈরে সূবর্না বেগম (২৫)নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী লিটন মিয়া পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তবে স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
নিহত সূবর্না বেগম গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার মকন্ধপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে সূবর্না তার দুই ছেলে ও স্বামী লিটন মিয়াকে নিয়ে গাইবান্ধা থেকে জীবিকার উদ্দেশ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আসেন। উপজেলার জালাল গেট এলাকায় মনিরুল ইসলামের বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন সূবর্না। স্বামী লিটন মিয়া বেকার থাকায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। তারই ধারাবাহিকতায় বুধবার রাতের কোন এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় স্বামী। বৃহস্পতিবার সকালে বাড়ির কেয়ারটেকার আলিয়া তাকে ডাকতে গেলে সূবর্নাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin