মুরগির সঙ্গে বিকৃত যৌনতায় মেতে উঠতেন ৩৭ বছর বয়সী রেহান বেগ। আর সেই দৃশ্য ধারণে বাধ্য করতেন স্ত্রীকে। এভাবে মোট ২৭টি ভিডিও তিনি ধারণ করিয়েছেন।
এ ঘটনার জেরে পারভার্টকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ওয়েস্ট ইয়র্কসের ব্রাডফোর্ড আদালতের বিচারক রিচার্ড ম্যানসেল। তবে বিচারক বলেছেন, কোনো প্রাণী কাছে রাখার ব্যাপারে ওই ব্যক্তির প্রতি নিষেধাজ্ঞা জারির ক্ষমতা আমার নেই।
বিচারক নির্দেশ দিয়েছেন, রেহান বেগকে যেন মানসিক রোগের চিকিৎসক দেখানো হয়। মুরগি, কুকুর ও পাখির সঙ্গে যৌনতার অভিযোগ ওঠার পর তাকে আটক করা হয়। শুনানির পর তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কুকুরের সঙ্গেও যৌনতার ভিডিও তাদের হাতে রয়েছে। সেই ভিডিও আদালতে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটি ভিডিও ধারণ করেছেন রেহানের স্ত্রী।
তবে রেহান বেগের স্ত্রীকে ছেড়ে দিয়েছেন আদালত। কারণ, ওই নারীর দাবি, তিনিও নির্যাতনের শিকার। ভিডিও ধারণ না করলে স্বামীর হাতে নির্যাতনের শঙ্কা ছিল তার।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin