বান্দরবানের সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার কুহালং ইউপির রাঙামাটি-বান্দরবান সড়কের জাহাঙ্গীরবাগ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তরুণী বোরকা পড়া ছিল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, কুহালং সড়কের পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানা যাবে।
Posted ৬:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin