আজগর পাঠান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
দুই নং ওর্য়াড এর রাস্তা উন্নয়ন,পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও মসজিদ-মাদ্রাসা উন্নয়ন করবো এর্ব মাদক নির্মুলে বিশেষ ব্যবস্থা নিবেন বেল জানান কালিগঞ্জ পৌরসভার ২ র্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.আফসার হোসেন।
ইতিমধ্যে কালীগঞ্জ ২নং ওয়ার্ড পৌরবাসীর মুখে-মুখে উচ্চারিত হচ্ছে আফসার ভাই,আফসার ভাই জয়ধ্বনি উঠেছে।আগামী ২৮শে ফেব্রুয়ারি কালীগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরেই চারিদিকে চলছে প্রচার-প্রচারণা।
পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র,কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রতিশ্রুতি ও প্রচার-প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে কালীগঞ্জের পৌর এলাকা।প্রচন্ড্র শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে করছে ভোটা প্রর্থনা।ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে নির্বাচনী আমেজের উত্তাপ!
এবারের পৌর নির্বাচনের জন্য ৩৫ জন কাউন্সিলর প্রার্থী মননোয়ন পত্র দাখিল করেছেন,এর মধ্যে আছেন সাবেক তুখোড়,সংগ্রামী,মেধাবী ছাত্রলীগ ও যুব লীগ নেতা মো. আফসার হোসেন।তিনি পৌর ২নং ওয়ার্ড হতে কাউন্সিলর প্রার্থী হিসেবে আগামী ২৮শে ফেব্রুয়ারি পৌর নির্বাচনে অংশগ্রহণ করবেন।
কাউন্সিলর প্রার্থী মো. আফসার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন।আমি ১৯৮৪ সাল থেকে ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছি।১৯৮৭ সালে আমি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগ এর সহ-সভাপতি ছিলাম।১৯৮৯ সালে ছাত্রলীগ মনোনিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদ এর ভিপি ছিলাম।১৯৯১ সালে কালীগঞ্জ থানা ছাত্রলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক ছিলাম।১৯৯৪-১৯৯৫ সালে কালীগঞ্জ থানা ছাত্রলীগ এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলাম।পরে ১৯৯৫ সালে কালীগঞ্জ থানা ছাত্রলীগ এর সভাপতি ছিলাম।১৯৯৭ সালে ছিলাম,গাজীপুর জেলা ছাত্রলীগ এর সহ-সম্পাদক।গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম ২০০৮ সালে।এছাড়াও কালীগঞ্জ থানা আওয়ামী যুবলীগ এর ১নং সদস্য এবং গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ এর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম।
আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সবসময় কালীগঞ্জ ও পৌর এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি এবং এখনো করে যাচ্ছি।এবার আমি আমাদের পৌর ২নং ওর্য়াড
হতে কাউন্সিলর প্রার্থী।আমি বিশ্বাস করি আগামী ২৮শে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করে ২নং ওর্য়াড এর রাস্তা উন্নয়ন ,পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা,মসজিদ-মাদ্রাসা উন্নয়ন,হতদরিদ্রসহ সর্বস্তরের জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।
এলাকার যুবসমাজের প্রতি আপনার করণীয় কী থাকবে এমন প্রশ্নের জবাবে কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ আফসার হোসেন বলেন।যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে এলাকায় ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার পরিবেশ সৃষ্টি করবো।যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকলে তারা মাদক থেকে দূরে থাকবে। খেলাধুলার ক্ষেত্রে এলাকার যুবসমাজকে সবসময় আর্থিকভাবে সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করে যাবো।
এলাকার নারী সমাজের জন্য আপনার করণীয় কী থাকবে এমন প্রশ্নে তিনি বলেন।আমাদের অভিভাবক মেহের আফরোজ চুমকি এমপি আপার পরামর্শ নিয়ে আমার ওয়ার্ডের নারীদের আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে কাজ করবো। অনুদানের মাধ্যমে এই যাবত এলাকার অনেক নারীদের সেলাই মেশিন দেয়া হয়েছে। লেখাপড়ার খরচ যোগার করতে যেই সব ছেলেমেয়েদের কষ্ট হতো তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়া এলাকায় যারা গরীব,যারা ভাতা প্রাপ্য তাদেরকে অশ্যই সরকারের অনুদানের বিভিন্ন ভাতার ব্যাবস্থা করে দেওয়া হবে।
এসময় স্থানীয়দের সাথে নির্বাচনী বিষয় নিয়ে কথা বললে তারা বলেন। মো.আফসার ভাই অতন্ত্য ভালো একজন মানুষ,তিনি সমাজের উন্নয়নে সামাজিক কর্মকান্ডে নিজেকে একজন সামাজিক মানুষ হিসাবে,এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সেই ছাত্র জীবন থেকেই সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন।বিভিন্ন সরকারি দপ্তর থেকে অনুদান এনে এলাকার রাস্তাঘাট, কবরস্থান ও মসজিদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন।আমাদের এলাকার মসজিদে প্রবেশের কোনো রাস্তা ছিল না,তখন মো.আফসার ভাই সরকারি অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে মসজিদের রাস্তা করে দিয়েছেন। স্থানীয় কবরস্থানের রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ১০লাখ টাকার অনুদান এনে তা সংস্কার করে দিয়েছেন তিনি। সরকারি দপ্তর থেকে ১৮ লাখ টাকা অনুদান এনে তুমলিয়া জামে মসজিদের দ্বিতলা ভবনের নির্মাণ কাজ করেছেন।এছাড়াও আরও বিভিন্ন উন্নয়ন কাজ মিলিয়ে সরকারি সহযোগিতায় এ যাবৎ ১ কোটি টাকার উপরে এলাকার জনগণের সেবা কাজের জন্য ব্যায় করেছেন।সরকারি সহযোগিতায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে এলাকার উন্নয়নের জন্য আরও একটি রাস্তার কাজ হাতে নিতে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মুখ মো.আফসার ভাই।এছাড়াও তিনি সমাজের গরিব মানুষের সকল সমস্যায় সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাচ্ছেন। কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা বাবদ আর্থিকভাবে সহযোগিতা করছেন।করোনাকালীন সময়েও অসুস্থ ও হতদরিদ্র পরিবারের লোকজনদের খাদ্য,বস্র,ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করেছেন।
সবমিলিয়ে এলাকার সকল জনগণ মিলে আমাদের ২নং ওর্য়াডে পরোপকারী,সৎ,মেধাবী,পরিশ্রমী ও যোগ্য ব্যাক্তি মো.আফসার ভাইকে আগামী ২৮শে ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী করে জয়ের মালা গলায় পড়াতে পারবো এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin