ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আগে থেকে আখ চাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনি কল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এ ধরণের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, চিনিগুলোকে ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। তিনি আখ চাষিদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, চাষিদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ৬ টি চিনি কল বন্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাতিল করতে হবে। গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরীপত্রের মাধ্যমে লোকসানের অজুহাত দেখিয়ে ৬ টি চিনি কল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে। তিনি বলেন, সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়।
Posted ১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin