সাভারে এক শিশুকে ধর্ষণের অভিযোগে কামাল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, ধর্ষণের শিকার ওই শিশু তার বাবা মায়ের সঙ্গে সাভারের ছায়াবিথী এলাকায় ভাড়াবাসায় থাকে। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার ওই শিশুর মা-বাবা পোশাক কারখানায় কাজে গেলে প্রতিবেশী যুবক কামাল হোসেন শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা-বাবাকে ধর্ষণের বিষয়টি জানায়।
এরপর গতকাল রাতেই শিশুটির মা-বাবা সাভার মডেল থানায় কামাল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ রাতেই ধর্ষণকারী যুবককে গ্রেফতার করে। ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত ধর্ষণকারীকে আজ আদালতে পাঠানো হবে।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin