এখনও হদিস মেলেনি রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের।
তাদের কোনো খোঁজ না পেয়ে রোববার দুপুরে ডুবুরি দলের অভিযান বন্ধ করেছে ফায়ার সার্ভিস।
রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জাকির হোসেন বলেন, আমরা দু’দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েছি। কিন্তু দুঃখজনক কাউকে পাওয়া যায়নি। সেজন্য দুর্ঘটনা এলাকার অভিযান বন্ধ করা হয়েছে। আমরা নদীতে মাছ ধরা জেলেসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। তাদের বলেছি, কোথাও মরদেহ ভাসতে দেখলে আমাদের খবর দিতে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পদ্মা নদীতে ১৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ছোট নৌকা। দুর্ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেছে নৌ পুলিশ।
Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin