হুমায়ুন কবির:
ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলজাজ্ব হাবিব হাসানের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে আসনের ৭টি থানা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহোযোগী সংগঠনের নেতা কর্মীরা। একই সাথে ১৪টি ওয়ার্ড কাউন্সিলররা একযোগে মাঠে কাজ করা এবং বিপুল ভোটে ঢাকা ১৮ আসনের নৌকার মাজি হাবিব হাসানকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন।
নৌকার টিকেট হাতে পেয়েই মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাবিব হাসান। ইতিমধ্যে প্রতিটি থানা, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। প্রতিটি মতবিনিময় সভায় স্বত:স্পুর্তভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে হাবিব হাসানকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগের মহানগরের একাধিক নেতা ও উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরা নিজ নিজ বক্তব্যে ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে একজন সৎ, যোগ্য, রাজপথের লড়াকু সৈনিক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব আলহাজ্ব হাবিব হাসানকে মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে অভিনন্দন জানন।
সরকারের উন্নয়ন ধারা তরাহ্নিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে, এটাই জনগনের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময়। মানুষের মধ্যে নৌকা মার্কার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রর্থী আলজাজ্ব হাবিব হাসান।
হাবিব হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘদিন ঢাকা-১৮ আসনের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তিনি সকলের কাছে দোয়া চান এবং জননেত্রীকে যেন মহান আল্লাহ ভালো রাখেন এ কামনা করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খানের সভাপতিত্বে নয় নং সেক্টরে নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন, নাজিমুদ্দিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ সিদ্দিকি কাক্কা, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউল হক মতি, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীম, ৯ নং কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রউফ, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাদল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে আফসার উদ্দিন খান বলেন, আমরা প্রয়াত এমপি এ্যাডভোকেট সাহারা আপার যোগ্য উত্তরসূরী পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ত্যাগি, রাজপথের লড়াকু সৈনিককে মনোনয়ন দিয়েছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনকে অভিনন্দন জানাই।
বাউনিয়ায় ফুলের সুভেচ্ছায় সিক্ত হাবিব হাসান
ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রর্থী আলহাজ্ব হাবিব হাসানকে ফুলের শুভেচ্ছা দিলেন বাউনিয়া ও বাদালদি এলাকার ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
তুরাগ থানার বাউনিয়ায় নির্বাচনী মতবিনিময় সভায় হাবিব হাসানকে ফুলের শুভেচ্চা দেন তারা। এর আগে আহালিয়া দলিপাড়া জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন এবং এলাকার সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের মনোনিত প্রর্থী আলহাজ্ব হাবিব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, ঢাকা-১৮ আসনের সকল নাগরিকের সেবক হয়ে কাজ করতে চাই্, সকলের সামান সুযোগ নিশ্চিত করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করব।
তিনি আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘদিন ঢাকা-১৮ আসনের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এসময় তিনি সকলের কাছে দোয়া চান এবং জননেত্রীকে যেন মহান আল্লাহ ভালো রাখেন এ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীম, ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ সিদ্দিকি কাক্কা, উত্তরা পূর্ব থান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিউল হক মতি, তুরাগ থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাস্টারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
মতবিনিময় সভায় স্থানীয় নেতা-কর্মীরা বাউনিয় এলাকার প্রতিটি কেন্দ্র থেকে হাবিব হাসানকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন।
Posted ৪:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin