কুমিল্লা জেলা পুলিশ সুপারের দায়িত্ব বুঝে নেওয়ার পর মাদক ব্যবসায়ীদের সাবধান করলেন ফারুক আহমেদ। শনিবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, হয় মাদক ছাড়ুন, না হয় কুমিল্লা ছাড়ুন।
জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার ফারুক আহমেদ জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, মানুষের যে কোনো সমস্যা সমাধানে পুলিশ সদস্যরা জেলার প্রতিটি ইউনিয়নে সেবা প্রদান করবেন।
সাংবাদিকদের কাছে কুমিল্লার বিভিন্ন সমস্যা শুনে তিনি বলেন, বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, মো. সজিব খানসহ জেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Posted ৩:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin