মাত্র ১০ টাকার বিবাদে ময়মনসিংহের পাগলা উপজেলার পুলের ঘাট বাজারে জয়নাল মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহের পাগলায় গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
নিহত জয়নাল মিয়া গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, জয়নাল ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় পাশের গ্রামের মোস্তফার কাছে ৩০ টাকার দেনা ছিল। শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করেন। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোস্তফা জয়নালের পেটে লাথি মারেন। এতে জয়নাল মাটিতে ঢলে পড়েন।
আশপাশের লোকজন জয়নালকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়নাল মারা যান।
স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত মোস্তফাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
Posted ৭:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin