১১ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এবার ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ৪শ ৩২ টাকা।
আজ বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলারী সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর খবর গণমাধ্যমে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২৪ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়।
নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৪ হাজার ৬৬ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৬৩৪ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ৬৫ হাজার ৩১৮ টাকা। বর্তমানে দাম রয়েছে ৬০ হাজার ৮৮৬ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ৯৯৫ টাকা। বুধবার পর্যন্ত দাম রয়েছে ৫০ হাজার ৫৬৩ টাকা।
অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
Posted ৫:২২ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin