’শিলাজিতের সঙ্গে ফের জুটি বাঁধার সুযোগ। তার উপর আবার বেশ ভাল গল্প। এছাড়াও বরাবরই মনস্তত্ত্ব বড়ই প্রিয়। এছাড়াও চরিতত্রে অনেক শেডও রয়েছে। তাই এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করিনি।’ ১২ সেকেন্ড ছবিতে অভিনয় প্রসঙ্গে একথা্ই বলেছেন শ্রীলেখা।
ছবিতে শ্রীলেখা মগ্ন হন পরকীয়ায়। তা আবার জেনে ফেলেন স্বামী। এক সময় ভুল বুঝতে পেরে স্বামীর বুকে ফিরে আসেন শ্রীলেখা।
গল্পটা এমনই। এই স্বল্পদৈর্ঘ ছবি নির্মাণ করেছেন অংশুমান বন্দ্যোপাধ্যায়। নাম- ‘১২ সেকেন্ড’। যেখানে শ্রীলেখা ও শিলাজিৎকে জুটি। ওই শর্টফিল্মের প্রেক্ষাপটই একটি স্বপ্ন।
সামান্য সময়ের মধ্যে শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার মন মজেছে পরকীয়ায়। তিনি অন্য পুরুষে আসক্ত। স্ত্রী সৃজিতার চরিত্রেই দেখা গিয়েছে শ্রীলেখাকে। ছেলে আবার মাদকাসক্ত। কোকেন ছাড়া তার চলে না। মেয়ে একটি সম্পর্কে জড়িয়েছে। তার ভালবাসার মানুষের সঙ্গে বয়সের ব্যবধান অনেক। পাশাপাশি মেয়ের মনের মানুষ আবার বিবাহিত।
সব মিলিয়ে যেন জীবনে ‘ঝড়’ বয়ে যায় শিলাজিতের। তবে সেই ‘ঝড়’ তছনছ করতে পারেনি কিছুই। কারণ, যা ঘটেছে তা পুরোটাই স্বপ্ন ছিল।
ভিন্নরকম গল্প। সবার ভালো লাগবে বলে আশা করছেন নির্মাতা।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin