ইলিয়াস হক
এখন এটা জানা খুবই জরুরি। ৭২ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তথকথিত চার খলিফা৷ ছাত্রলীগের বাঘা বাঘা নেতারা দল ছেড়ে অন্য দল গঠন করেছিল কেন?
অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে। তদন্ত কমিশন হলে এদের সস্পর্কে স্পষ্ট হওয়া যাবে।
শুধুই ক্ষমতার দ্বন্দ্ব? না লোভ লালসা? না কি ১৫ আগষ্ট নির্মম ঘটনা ঘটানোর জন্য এরা সেদিন বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিলেন। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রলীগের তৎকালীন দায়িত্ব থাকা নেতৃত্বের ভূমিকা ও তদন্ত কমিশনে প্রকাশ দরকার।
বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ সময় সারা দেশে এই সংগঠনর ভূমিকা কেন নিরব ছিলো। এবং সেই সময়ের নেতৃত্বে যারা ছিলেন তাদের সম্পর্কে ও তদন্ত কমিশনে রিপোর্ট জরুরি।
রক্ষীবাহিনী নিয়ে নানা রকম বিতর্ক আছে। তদন্ত কমিশনে সেই কলঙ্ক দুর করার দরকার।
প্রবাসে ১৯৭৫ সালে অনেকেই বঙ্গবন্ধু হত্যার পক্ষে জনমত গড়েছিলেন। তাদের সস্পর্কে বিস্তারিত তদন্ত দরকার৷ বঙ্গবন্ধুকে হত্যার পর উল্লাসিত সরকারি কর্মকর্তাদের ও তদন্ত কমিশনে রিপোর্ট জরুরি।
নিরপেক্ষ তদন্ত কমিশন কেন জরুরি সেটা সকলেই অনুধাবন করেন। এরকম নির্মম হত্যাকান্ডের সকল কিছু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি কমিশনের মাধ্যমে প্রকাশ করলে আজকে অনেকেই তাদের সম্পর্কে আনীত অভিযোগ খন্ডাতে পারতেন। একটি নিরপেক্ষ তদন্ত কমিশন জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গ হত্যা রহস্য উদঘাটন করে সকলের ভূমিকা পরিস্কার করা খুবই জরুরি।
১৫ আগষ্ট রাতে দায়িত্বশীল নেতাদের ভূমিকা কি ছিলো। কেন তারা এতো বড় ঘটনা ঘটার পরও কোন প্রকার আন্দোলন বা কোথাও প্রতিরোধ করে নাই এই বিতর্কের অবসান করতে তদন্ত কমিশনে বিস্তারিত জানার দরকার।
সামরিক বাহিনী কেন বারে বারে ক্ষমতা দখল পাল্টা দখল করেছেন। জিয়া এরশাদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা হাত মিলায়। অনেকেই মন্ত্রী সভায় স্থান পায়।
বঙ্গবন্ধু হত্যার পর তার ইতিহাস মুছে দিতে চেষ্টা করা হয়েছিল। সেই সময়ে স্কুল কলেজের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিয়েছিল। তদন্ত কমিশন হলে সেই ইতিহাস লিপিবদ্ধ হতো।
৭৫ পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা মুছে দিয়ে জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানোর নেপথ্যের কারিগরদের নাম এবং তাদের বঙ্গবন্ধু বিরোধী সকল ষড়যন্ত্রের ইতিহাস তদন্ত কমিশনে প্রকাশ জরুরি। -চলবে
লেখক: ইলিয়াস হক, দপ্তর সম্পাদক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ।
Posted ৩:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin