মাত্র ১৯ বছর বয়সেই বলিভিয়ার ক্রীড়া উপমন্ত্রী হলেন দেশটির নারী ফুটবলার সিয়েলো ভিজাগা। সবাই চমকে গেছেন তার এ দায়িত্বে। এর আগে তিনি বয়স ভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে। দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেওয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটিও একটি। দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা।
নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যেকোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সেরা ওষুধ। কোনো দেশকে একত্রিত করার জন্যও এটি সেরা রেসিপি। সূত্র : মার্কার
Posted ৩:১১ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin