আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রোববার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।
কারণ হিসেবে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে জানানো হয়েছে যুক্তরাজ্যে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কবে থেকে এই রুটে ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে থাকায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জানুয়ারি ২০২১
dailymatrivumi.com | Mohammad Salahuddin