চার পা, চার হাত ও এক মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেওয়ার মাত্র ২০ থেকে ২৫ মিনিট পরই শিশুটি মারা যায় বলে জানা গেছে। ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়ার স্ত্রী তানজিনা সুলতানা জন্ম দেন ওই কন্যাশিশু।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে জন্ম নেয় শিশুটি। ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে জন্ম হয় তার।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানাকে সিজার করার জন্য ভর্তি করেন। পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্ম নেওয়ার ২০-২৫ মিনিট পরই মারা যায়।
Posted ৪:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin