বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৮ জন করোনাভাইরাসে মারা গেছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ৫৯৬ জন। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৩ হাজার ৬০৭ জনের। আর আক্রান্ত হয়েছে ২ কোটি ১৬ হাজার ৫৪৫ জন। তবে সুস্থ হয়েছে ১ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৪৭৯ জন।
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। সেখানে নতুন করে ১ হাজার ১৩ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে ৬২ হাজারের বেশি মানুষ। সবমিলিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জনের। আর আক্রান্ত হয়েছে ২২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।
বিশ্বজুড়ে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। উত্তর আমেরিকার দেশটিতে এসময় মারা গেছে ৬৯৫ জন। সবমিলিয়ে মেক্সিকোতে এ পর্যন্ত ৫২ হাজার ৬ জন করোনায় মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে।
Posted ৩:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
dailymatrivumi.com | Mohammad Salahuddin